শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কুর্দিবিরোধী লড়াইয়ে উত্তর ইরাকে হস্তক্ষেপের ইঙ্গিত এরদোগানের

ওয়াইপিজি নিয়ন্ত্রিত অঞ্চলে মোতায়েন করা হয়েছে মার্কিন সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের সেনাবাহিনী সীমান্ত বরাবর লড়াই অব্যাহত রাখবে। যদি প্রয়োজন পড়ে তা হলে উত্তর ইরাকেও হস্তক্ষেপ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আফরিনে তুর্কি বাহিনীর চূড়ান্ত বিজয়ের পর গত সোমবার আঙ্কারায় বিচারক ও আইনজীবীদের সমাবেশে তিনি বলেন, উত্তর সিরিয়ার শহর কমিশলি থেকে শুরু করে ৪০০ কিলোমিটার পূর্ব পর্যন্ত হামলার লক্ষ্যবস্তু বানাতে যাচ্ছে তুরস্ক। তিনি বলেন, ওয়াইপিজি যোদ্ধাদের তাড়াতে মানবিজ, আইন আল আরব, তেল আবিয়াদ, রাস আল আইনও অভিযান চালানো হবে। তুরস্ক কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের সামরিক অভিযান আরও প্রসারিত করলে ন্যাটোমিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি রয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ওয়াইপিজি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা হয়েছে। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র বলা হয় কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের। আফরিন থেকে কুর্দিদের তাড়াতে গত দুই মাস ধরে অপারেশন অলিভ ব্রাঞ্চ চালায় তুরস্ক। এএফপি’র খবরে বলা হয়, তুরস্ক গত সামবার সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের দখলে থাকা আরো অনেক এলাকায় তাদের অভিযান জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তুর্কি সৈন্য ও মিত্র বাহিনী আফরিন নগরীর নিয়ন্ত্রণ নেয়ার পর তারা এ অঙ্গীকার করলো। আফরিনের নিয়ন্ত্রণ নেয়া ছিল কুর্দিদের বিরুদ্ধে একটি বড় আঘাত। তুর্কি নেতৃত্বাধীন বাহিনী প্রায় বিনা বাধায় আফরিন নগরীতে প্রবেশের একদিন পর প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেন, এখন সিরিয়ার উত্তরাঞ্চলের অন্য সব কুর্দি এলাকায় অভিযান চালানো হবে। এ তুর্কি নেতা বলেন, ‘মানবিজ, আয়িন আল-আরব, তাল আবিয়াদ, রাস আল-আয়িন ও কামিশলিসহ পুরো এ অঞ্চল কুর্দি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা এ সামরিক অভিযান অব্যাহত রাখবো। সিরিয়ার গৃহযুদ্ধ এ সপ্তাহে আট বছরে পদার্পণ করেছে। বর্তমানে দেশটিতে দু’টি ফ্রন্ট আফরিন ও দামেস্কের উপকণ্ঠ পূর্ব ঘৌতায় প্রচন্ড যুদ্ধ চলছে। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান হামলায় ১৫ শিশু নিহত হয়েছে। আফরিন নগরীতে তুর্কি ও মিত্র বাহিনীর সৈন্যরা প্রবেশের সময় কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজে) তেমন কোন বাধা গড়ে তুলতে পারেনি। এদিকে জাতিসংঘ জানায়, আফরিনে যুদ্ধে প্রায় ৯৮ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। গত সোমবার আন্তর্জাতিক রেডক্রস কমিটি গৃহহীন হয়ে পড়া এসব লোকজনের কাছে ত্রাণ পৌঁছানোর সুযোগ দেয়ার আহবান জানিয়েছে। আরব নিউজ, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন