বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাজধানীর গাবতলীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের পূর্বপাশের বেরিবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাদশাহ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। তাকে ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র‌্যাব। এ ঘটনায় হানিফ নামে ৪২ বছর বয়সী একজন আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি চাপাতি ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে। নিহত বাদশাহ মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং আহত হানিফের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়।
র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, গত সোমবার রাত সাড়ে তিনটার দিকে দারুসসালাম থানার গাবতলীর বাসস্ট্যান্ডের পূর্বপাশে বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয় বেশ কয়েকজন ডাকাত। ওই সময় র‌্যাবের একটি দল সেখানে গেলে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে বাদশাহ ও হানিফ গুলিবিদ্ধ হয়। র‌্যাবের উপপরিদর্শক শহিদ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশাহকে মৃত ঘোষণা করেন। আহত হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুকযুদ্ধে পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি চাপাতি এবং একটি রাম দা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর অধিনায়ক মো. শাহাবুদ্দিন খান বলেন, হতাহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিভিন্ন সময়ে তারা মাছ বহনকারী গাড়ি ও ডিমের গাড়িসহ বিভিন্ন গাড়িতে গুলি করে ছিনতাই করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন