রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:৩৯ এএম

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে ঐতিহাসিক উত্তরণ ও স্বাস্থ্যখাতে ঐতিহাসিক অর্জন উপলক্ষে রাজধানীর মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রিন্সিপাল ডা. এম এ আজিজ। এর আগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে লেকচার গ্যালারি-১ তে ‘বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে ঐতিহাসিক উত্তরণ ও স্বাস্থ্যখাতে ঐতিহাসিক অর্জন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা স্বাধীনতা পরবর্তী সময়ে উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা তুলে ধরেন। সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. এম এ বাকী বলেন, আগে যেখানে বাংলাদেশকে অবহেলা করে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যা দিতেন, তাদের গালে এলডিসি থেকে উত্তরণ যেন চপেটাঘাত। বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখার প্রতি সবার নজর দেয়ার কথা জানান তিনি। মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. ফারুকুল বলেন, উন্নয়ন অগ্রযাত্রার পথের যাত্রী বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেও আমাদের অগ্রযাত্রা থামাতে পারেনি। ডা. এমএ আজিজ স্বাস্থ্য ও শিক্ষাখাতের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত থাকে সেজন্য বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সবার প্রতি আহŸান জানান। এছাড়াও বক্তব্য রাখেন, প্রফেসর ডা. মঞ্জুরুল কাদের, ডা. আহমেদ কবির হিমেল, ডা. আশরাফুল ইসলাম প্রমুখ।###

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন