সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

ক্বেরাত সম্মেলন

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ঢাকার মুগদায় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় ৩য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন গত মংগলবার বাদ আসর থেকে মধ্যরাতব্যাপী মুগদা কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। মাদরাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. মোশাররাফ হোসাইন মাহমুদের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে মিশর থেকে আগত বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ আলাউদ্দিন আহমাদ আলী, শায়খ ড. ওসামা সামী আল হাওয়ারী, শায়খ আবদুর রহমান ফারাজ হাফেজ ও শায়খ শোয়াইব মো. আল আজহারী সুললিত কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। দেশ বিখ্যাত ক্বারী হাফেজ নাজমুল হাসান, হাফেজ এ কে এম ফিরোজ, হাফেজ মঞ্জুর আহমাদ, হাফেজ সাইদুল ইসলাম আসাদ, হাফেজ আবদুল মালেক, হাফেজ সাজ্জাদ হোসাইন ও হাফেজ আনাস বিন আনোয়ার কুরআন তিলাওয়াত করেন।
মাহফিলে ওয়াজ করেন; দেশ বরেণ্য আলেমে দ্বীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস হযরত মাওলানা আল্লামা আশরাফ আলী, চাঁদপুর জেলার জামেয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা আবদুর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, চাঁদপুর জেলার মহামায়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শায়খুল হাদীস আল্লামা তাজুল ইসলাম, ঢাকার জামিয়া তা’লীমিয়া আদর্শনগর মাদরাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা), ঢাকা বনানীর বি.টি.সি.এল. জামে মসজিদের খতিব মুফতি রাফি বিন মুনির, ঢাকা টিকাটুলি জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আশরাফী প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন কলরব ও অনুপ্রাস এবং মাদরাসার শিল্পীবৃন্দ।
মাদরাসার বালক শাখার ৭জন ছাত্র ও বালিকা শাখার ৪জন ছাত্রীকে হিফজ সমাপনী সনদ প্রদান করে পাগড়ী পরিধান করান অতিথিবৃন্দ। মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র শিক্ষক অভিভাবক আলেম ওলামাসহ হাজার হাজার তৌহিদী জনতার তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূরো এলাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন