শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এক সপ্তাহের নোটিশেও নির্বাচনে যেতে রাজি বিএনপি -জয়নাল আবেদীন ফারুক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ২:৩০ পিএম | আপডেট : ৪:১৯ পিএম, ২৮ মার্চ, ২০১৮

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এক সপ্তাহ পর নির্বাচন হলেও আমরা তাতে অংশ নিতে রাজি আছি।আজ  বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
ফারুক বলেন, 'সরকার অতিরিক্ত চিন্তা করছে এর থেকে বের হয়ে আশা উচিত। আমি বুঝতে পারি না সরকার কী চায়? যদি এটা নির্বাচনকালীন বছর হয়ে থাকে তাহলে সবাইকে মুক্তি দিন। বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দিন।'
মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান, এবিএম মোশাররফ হোসেন, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন