শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

স্নায়ুযুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া শুরুর পুনঃ আহ্বান

রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে উত্তেজনা এড়াতে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। হোয়াইট হাউস তাদের জাতিসংঘ মিশন থেকে রাশিয়ার ১২ কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দেয়ার পর তিনি গত বৃহস্পতিবার এ আহহ্বান জানালেন। এ সংক্রান্ত উত্তেজনা আরও বেড়ে গেলে স্নায়ুযুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া আবারও শুরু করার নির্দেশ জারি করা হবে কিনা সে ব্যাপারে জানতে চাইলে জাতিসংঘ মহাসচিব বলেন, এ ব্যাপারে ‘আমি সত্যিই উদ্বিগ্ন।’ গুতেরেস বলেন, ‘স্নায়ু যুদ্ধ চলাকালে যে রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমরা ক্রমেই সে রকম পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি বলে মনে করি। এ প্রেক্ষিতে স্নায়ু যুদ্ধ নিরাপত্তা প্রক্রিয়া আবারও শুরু করা প্রয়োজন।’ উল্লেখ্য, যুক্তরাজ্যে রাশিয়ার এক সাবেক গুপ্তচর ও তার মেয়েকে গত ৪ মার্চ নার্ভ এজেন্ট (বিষাক্ত রাসায়নিক গ্যাস) প্রয়োগ করে হত্যা প্রচেষ্টা চালানোর মস্কোর বিরুদ্ধে অভিযোগ ওঠায় এর পাল্টা পদক্ষেপ হিসেবে ব্রিটেন ও তাদের মিত্র দেশগুলো রাশিয়ার শতাধিক কূটনীতিককে বহিস্কার করায় এমন প্রশ্ন উঠেছে। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন