মাদারীপুর জেলা সংবাদদাতা : ইউপি নির্বাচনে সহিংসতা প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার কম হয়েছে। আগামীতে আরো কম হবে। তবে দুই পক্ষের আধিপত্য বিস্তারের কারণে নির্বাচন পরবর্তী সহিংসতা হচ্ছে, এটা মোটেও কাক্সিক্ষত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাদারীপুর শাখার জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, তনু হত্যাকা-টি যেহেতু তদন্তাধীন রয়েছে, সেহেতু এই বিষয়টিতে এখন কথা না বলাই ভালো। তদন্ত শেষে জানাবো।’
মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিমউদ্দন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন