কর্পোরেট রিপোর্ট : ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর পুরো পশ্চিম ইউরোপে কমে গেছে পর্যটক আসার হার। বেলজিয়ামে পর্যটকদের হোটেল বুকিংয়ের পরিমাণ কমে গেছে ২৫ শতাংশ পর্যন্ত, লন্ডনে হোটেল বুকিং কমেছে ৫৯ শতাংশ পর্যন্ত এবং প্যারিসে কমেছে ৬৭ শতাংশ পর্যন্ত। এর আগে প্যারিসে সন্ত্রাসী হামলার পর ক্ষতিগ্রস্থ হয় ইউরোপের পর্যটন খাত। জাতিসংঘের বিশ্ব পর্যটন অধিদপ্তরের পূর্বাভাস ছিলো, চলতি বছরের জানুয়ারিতে ইউরোপে পর্যটক আগমনের হার থাকবে সাড়ে ৪ শতাংশ, গেলো বছর এ হার ছিলো ৫ শতাংশ। ইউরোপে ভ্রমণের বিষয়ে এরিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন