শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধে বেপজার রপ্তানীতে ১১ দশমিক ৬০ ভাগ প্রবৃদ্ধি

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চলতি অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) রপ্তানীতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয়মাসে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানীতে ১১ দশমিক ৬০ ভাগ প্রবৃদ্ধি হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধে ইপিজেডের ৮টি ইপিজেডের চালু শিল্প প্রতিষ্ঠানসমূহ থেকে ৩৪৭২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানী হয়েছে। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে রপ্তানী হয়েছিল ৩১১১ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার এক্ষেত্রে রপ্তানীতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৬০ শতাংশ। তন্মধ্যে চট্টগ্রাম ইপিজেড থেকে রপ্তানী হয়েছে ১১৭৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার, ঢাকা ইপিজেড থেকে ১০৬১ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার, কর্ণফুলী ইপিজেডে ৪৭৫ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার, আদমজী ইপিজেডে ৩৭১ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, কুমিল্লা ইপিজেডে ১৯৩ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার, মংলা ইপিজেডে ২৬ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার, ঈশ্বরদী ইপিজেডে ৫৮ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার এবং উত্তরা ইপিজেডে ১০৭ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত দেশের ইপিজেডসমূহ হতে সর্বমোট রপ্তানী হয়েছে ৬২৮৩৯ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার। প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন