দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের এক বিচারক। ফেডারেল বিচারক সার্জিও মোরো শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে ৭২ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে দক্ষিণের কুরিচিবা শহরের পুলিশ সদরদপ্তরে হাজির হতে বলেছেন। বামপন্থি রাজনীতিক লুলাকে কারাগারের বিশেষ কক্ষে রাখার প্রস্তুতি চলছে বলেও জানান মোরো। অন্য বন্দিদের কাছ থেকে সাবেক এ প্রেসিডেন্টকে আলাদা রাখা হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাওপাওলোর মেটাল ওয়ার্কারস ইউনিয়ন কার্যালয়ের কাছে লুলার কয়েকশ’ সমর্থক বিচারকের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ঘুষ গ্রহণের এক মামলায় সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে ১২ বছরের কারাদন্ডাদেশ আছে; আপিল চলাকালীন সময়ে তিনি মুক্ত থাকতে চেয়েছিলেন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন