শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সস্ত্রীক সাবেক এমপি আউয়ালকে ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএম আব্দুল আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে ৮ সপ্তাহের মধ্যে আতœসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালিন জামিনসহ এ আদেশ দেন। সে পর্যন্ত তাদের গ্রেফতার এবং হয়রানি করা যাবে না।
হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরিশাল বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইতে হবে।
এগত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে তাদের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা দায়ের করেন। একটি মামলায় আউয়ালের স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন