সউদী আরবের তেলবাহী ট্যাঙ্করে ইরানের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সউদী আরব। গত বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদাহ বন্দরে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করার জন্য তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে রিয়াদ। বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নির্মূল করতে জাতিসংঘের যে অঙ্গীকারগুলো আছে, সেগুলোর যত দ্রুত সম্ভব এবং ব্যাপক বাস্তবায়ন করতে এক চিঠিতে সউদী আরব আহ্বান জানায়। চিঠিতে হুতিদের এ ধরনের নির্লজ্জ ও ধারাবাহিক হামলার জন্য শঙ্কা প্রকাশ করা হয়। বাব-এল-মান্দেব ও রেড সি অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যে স্বাধীনতায় এ ধরনের সন্ত্রাসী আক্রমণ হুমকি হয়ে
দাঁড়াবে বলেও চিঠিতে জানানো হয়। আরব নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন