মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বন্ড সুবিধার অপব্যবহার - চট্টগ্রামে কোটি টাকার ফ্যান আটক

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর আকবর শাহ মাজার এলাকা থেকে বন্ড সুবিধায় আনা কাঁচামালে তৈরি ফ্যান খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গতকাল (রোববার) রফতানিযোগ্য ফ্যানগুলো কুষ্টিয়া নিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এসব পণ্যের বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন বলেন, চট্টগ্রামের মেসার্স গোল্ডেন সান নামে একটি বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান তৈরি পণ্য রফতানি করতে কাঁচামাল আমদানি করে। কিন্তু সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রফতানি পণ্য খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা আগে থেকেই আকবর শাহ মাজার এলাকায় অবস্থান নেয়। পরে ফ্যান ভর্তি কাভার্ড ভ্যানটি আটক করা হয়। গত বুধবার একই প্রতিষ্ঠানের ফ্যান ভর্তি দুটি কাভার্ড ভ্যান আটক করেছিল শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন