ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আর তারই জের ধরে গত শুক্রবার চীন হুঁশিয়ারি দিয়েছে, যদি বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে যেকোনো মূল্য দিতে প্রস্তুত রয়েছে তারা। এ ব্যাপারে চীনের বাণিজ্য মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমেরিকার পক্ষ থেকে যদি চীনকে অসম্মান করা হয় বিশ্ব বাজারের কাছে, তাহলে চীনও যেকোনো মূল্য দিয়ে তার শেষ দেখে ছাড়বে। আমরা বাণিজ্য যুদ্ধ চাই না। কিন্তু কারো সঙ্গে যুদ্ধ করতে ভয়ও পাই না।’ এর আগে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘চীনের প্রতিশোধমূলক আচরণে বাড়তি ১০ হাজার কোটি ডলার শুল্ক চাপানো উচিত। তাহলেই টিট ফর ট্যাট হবে।’ এই মন্তব্যের প্রেক্ষিতেই শুক্রবার চূড়ান্ত হুঁশিয়ারি দেয় বেইজিং। সিনহুয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন