শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ওবায়দুল কাদেরের সঙ্গে বসছেন আন্দোলনকারীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ৪:৩৩ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর ধানমন্ডির কার্যালয়ে বিকেলে এ বৈঠক হবে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মমিন। তিনি জানান, প্রতিনিধিদলে সমান ১০ জন করে ছাত্র ও ছাত্রী আছেন। বৈঠকে ৫ দফা দাবি তুলে ধরা হবে।

এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান হাসান আল মমিন। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আমরা পুলিশের কাছে গিয়েছিলাম। তাদের বললাম, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে। আপনারা টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ থেকে বিরত থাকবেন। তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।’

হাসান আল মমিন বলেন, ‘আমি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের সঙ্গে দেখা করতে গেলে তারা আমাদের শার্টের কলার ধরে পরিচয়পত্র কেড়ে নেয়।’

কোটা সংস্কার দাবিতে গতকাল রোববার দুপুরে শাহবাগে পদযাত্রা করে শিক্ষার্থীরা। পরে রাত আটটার দিকে তাদের ওপর পুলিশ চড়াও হলে সংঘর্ষ হয়। এতে দেড় শতাধিক আহত ও বেশ কয়েকজন আটক হন।

এরপর সোমবারও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, টিএসসি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন