শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইউপি নির্বাচনের বিষয়ে ২০ দলের বৈঠকে সিদ্ধান্ত আজ

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান ইউপি নির্বাচনে থাকবে কি থাকবে না তা ঠিক হবে আজ ২০ দলীয় জোটের বৈঠকে। গতরাত সাড়ে ৯টার দিকে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন বেগম খালেদা জিয়া। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে ২০ দল ইউপি নির্বাচনে থাকবে কিনা তা নিয়েও কথা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র নেতাদের অধিকাংশই ইউপি নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে ২০ দলের নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছেন নেতারা। বৈঠকে আলোচ্য বিষয়গুলো নিয়ে আজ রাত সাড়ে আটটার দিকে ২০ দলের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ বৈঠকও অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে।
গতরাতে খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হয়ে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকে দেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আজ ২০ দলের বৈঠকের পর এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।
গতরাতের বৈঠকে অংশ নিয়েছেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে ছিলেন-শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান। উপদেষ্টাদের মধ্যে ওসমান ফরুক, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আওয়াল মিন্টু, সামসুজ্জামান দুদু, এনাম আহমেদ চৌধুরী ও এম আবদুল হালিম।
যুগ্ম মহাসচিবদের মধ্যে ছিলেন-রুহুল কবির রিজভী আহমেদ, শাহজাহান মিয়া ও আমান উল্লাহ আমান। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ছিলেন-ফজলুল হক মিলন, মশিউর রহমান ও গোলাম আকবর খন্দকার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন