শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাষ্ট্রয়াত্ত্ব ৭ পাটকলে ধর্মঘট চলছে

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : বকেয়া বেতন প্রদানসহ ৫ দফা দাবিতে খুলনার রাষ্ট্রয়াত্ত্ব ৭টি পাটকল শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে বন্ধ রয়েছে কারখানার উৎপাদন।সোমবার ভোর ৬টা থেকে লাগাতার ধর্মঘট শুরু হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণাও দিয়েছে শ্রমিকরা। এরআগে রোববার খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় মিল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। ওই মানববন্ধন থেকে আন্দোলনের কর্মসূচী সফল করার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান শ্রমিক নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন