শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কক্সবাজারে অস্ত্রসহ আটক ৭

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 

কক্সবাজার ব্যুরো : কক্সবাজারে সদর উপজেলায় ১১টি আগ্নেয়াস্ত্র ৬টি ওয়ান শুটারগান, ৫টি এসবিবিএল, ১৮ রাউন্ড গুলি ও ১টি খালী খোসাসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব-৭। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন। তিনি বলেন, গোমাতলী এলাকায় ১৮-২০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীদল লবণ চাষীদের ও ব্যবসায়ীদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক জমি দখল, চাঁদা আদায়, লবণ ডাকাতিসহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের অত্যাচার করে আসছিল। মঙ্গলবার অভিযানে হেলাল উদ্দিন (৪০), মো. আ. শুক্কুর (৬৭), নুরুল হাকিম (৩২), আ. রাজ্জাক (১৮), মো. জসিম উদ্দিন (৫০), মো. মবিন (৪০), আ. রহমান (৪০), কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন