সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ভুল না করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কিছু প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাফর ইকবাল বলেন, ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছে। তাই তরুণ প্রজন্মের প্রতি আমার আস্থা রয়েছে। আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নিবে। যারা ছাত্রলীগ করে তারাও ছাত্র। তারা পড়াশুনা করবে। তাই তারা যেন কোন ভুল না করে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কোন সংঘাতে জড়িয়ে না পড়ে।
কোটার সংস্কারের পক্ষে মত দিয়ে তিনি আরো বলেন, ৫৬ শতাংশ কোটা অনেক বেশি। একসময় হয়ত এটার প্রয়োজন ছিল, তবে তা এখন একটা সঙ্গত সংখ্যায় নামিয়ে আনা দরকার। এসময় তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি যেন কোনভাবেই অশ্রদ্ধা না হয় সেই দিকে খেয়াল রাখার আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন