জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল নিটিন জোশি বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর সুন্দরবানী সেক্টরে রাতে মর্টার ও স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। তিনি বলেন, বিনা উসকানিতে তারা নির্বিচার গুলি চালিয়েছে। আমরাও জোরালোভাবে এর পাল্টা জবাব দেব। এ নিয়ে পাকিস্তানের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাক-ভারত সীমান্তে প্রায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রায় বিচ্ছিন্ন লড়াই হয়। এতে দুপক্ষই পরস্পরকে দায়ী করে আসছে। চলতি বছরে বন্ধুর ও পাহাড়ি নিয়ন্ত্রণরেখায় দুই দেশের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে করে কয়েক হাজার সীমান্ত অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন