তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত শনিবার জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ হামলা এই বার্তা দেয় যে কোনো অপরাধীই শাস্তির উর্দ্ধে নয়’। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স এর হামলা কে স্বাগত জানিয়ে তিনি বলেন ‘সিরিয়ার অসহায় নাগরিকরা দীর্ঘদিন যাবত অত্যাচার সহ্য করছে এর একটা জবাব দেয়ার দরকার ছিল’। একই সাথে তিনি বলেন, ‘পৃথিবীর সকল রাসায়নিক ও ভয়ঙ্কর অস্ত্র বিলুপ্ত করা উচিত, আমাদের মানবতার সেবার জন্য প্রতিযোগিতা করা উচিত অস্ত্রের জন্য নয়’। হামলার পরপরই তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের হামলাকে স্বাগত জানিয়ে বলেন, দৌমায় যে গ্যাস হামলা হয়েছিল তা অমানবিক, এটা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না’। উল্লেখ্য, গত ৪ এপ্রিল আঙ্কারায় রাশিয়া, ইরান ও তুরস্ক সিরিয়ার শান্তি প্রক্রিয়া নিয়ে মিলিত হয়েছিল যা এ হামলায় পর ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আঙ্কারায় এক জনসমাবেশে এরদোগান বলেন, তিনি আমেরিকা তথা পাশ্চাত্যের সঙ্গে ঐক্য, রাশিয়ার সঙ্গে মিত্রতা ও ইরানের সঙ্গে সহযোগিতা হাতছাড়া করতে চান না। এরদোগান বলেন, আমেরিকার সঙ্গে ঐক্য বজায় রাখার পাশাপাশি তিনি অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন। সিরিয়ার পূর্ব-ঘৌতার দৌমায় রাসায়নিক হামলার বিষয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন, যেমনিভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন