স্টাফ রিপোর্টার : অফিসে বসে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে নৌ মন্ত্রণালয়। গতকাল রোববার নৌ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন কর্তৃক তাকে গ্রেপ্তারের প্রেক্ষিতে গ্রেপ্তারের তারিখ হতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১২ এপ্রিল বিকালে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় বসে ঘুষের পাঁচ লাখ টাকা নেওয়ার সময় নাজমুলকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল। এর আগে গত বছরের ১৮ জুলাই নিজের কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার সময় নৌ পরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল দুদক। তিনি এখন জামিনে রয়েছেন। ফখরুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর গত বছরের ২০ অগাস্ট এই পদে চলতি দায়িত্বে আসেন নাজমুল হক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন