শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

শ্রমিকদের নায্য বিচার পাওয়ার অনুক‚লে নয় শ্রম আইন

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক চুন্নু বলেছেন, দেশের বর্তমান শ্রম আইন শ্রমিকদের নায্য বিচার পাওয়ার অনুক‚লে নয়, তাই একে আরো আধুনিকায়ন করা হবে। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়নবিষয়ক জাতীয় কর্মপন্থা প্রণয়নের লক্ষ্যে রোববার রাজধানীর স্থানীয় একটি আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান শ্রমিকদের নামে শ্রম অসন্তোষ তৈরির পাঁয়তারা করে। যারা অকারণে গার্মেন্ট খাতে নিরাপত্তা ঘাটতি অথবা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।’ প্রতিমন্ত্রী বলেন, কিছু কিছু শ্রমিক নেতা আছেন, যারা গার্মেন্ট খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন। কোনো ঝামেলা বাধলেই তারা বিদেশি বায়ারদের কাছে অভিযোগ করেন। সমস্যা হলে আগে আমাদের না বলে সরাসরি বায়ারদের কাছে অভিযোগ করেন। এসব অভিযোগ আমরা আর সহ্য করব না। গার্মেন্টে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে মালিক-শ্রমিক সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার বলেন, তিন হাজার ৭০০টি গার্মেন্টে প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তার অভাবে ৪০টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। তা ছাড়া যেসব কারখানায় নিরাপত্তার অভাব বা ঝুঁকি আছে সেগুলোকে সংশোধনের জন্য বলা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্ট খাতে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত বিষয়ে কিছু মালিকদের খামখেয়ালিপনা রয়েছে। অনেক গার্মেন্টসের বাথরুম খুবই নোংরা। এসব বাথরুম ব্যবহার করলে শ্রমিকরা এমনিই অসুস্থ হয়ে পড়বেন। কিছু কারখানা আছে, যেখানে ফ্যান এমনভাবে লাগানো যে শ্রমিকদের গায়ে বাতাস লাগে না। এতে প্রচÐ গরমের মধ্যে ঘেমে তাদের কাজ করতে হয়। এমন অস্বাস্থ্যকর পরিবেশ শ্রমিকদের নিরাপত্তা ঘাটতির অংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন