রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্পোরেট

দক্ষ আইটি জনবলের ঘাটতি আর্থিক খাতে

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, দেশের আর্থিক খাতে আইটি বিষয়ে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। ফলে ব্যাংকিং খাতে বারবার চুরির মতো দুর্ঘটনা ঘটছে। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পরামর্শক সেবা প্রদানকারী সংস্থা প্রাইসওয়াটার কুপারস (পিডবিøউসি) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। মাহবুবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে সাইবার অ্যাটাকের যে ঘটনা ঘটেছে, তাতে আতঙ্কিত না হয়ে সতর্কতা জোরদার করা দরকার। বাংলাদেশের সমগ্র আর্থিক সেক্টরেই আইটি বিষয়ে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে, বিষয়টি মনিটরিংয়েও বড় ধরনের ঘাটতি আছে। তিনি বলেন, আমরা অনলাইন ব্যাংকিং করছি, সুতরাং এর সুষ্ঠু পরিচালনার জন্য আইটি বিষয়ে দক্ষ ব্যাংকার দরকার। মাহবুবুর রহমান আরো বলেন, আমাদের ব্যাংকিং সিস্টেমে যেসব সফটওয়্যার ব্যবহার করা হয়, তার আপগ্রেড করা জরুরি। একই সঙ্গে ব্যাংকিং খাতের এসব অপরাধের সঙ্গে জড়িতদের বড় ধরনের শাস্তির আওতায় আনতে হবে। দেশের সমগ্র ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করতে সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিশদভাবে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন