কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে সপ্তাহজুড়ে। কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, এনসিসি ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, অ্যাপেক্স ফুটওয়্যার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৬ পয়সা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন