শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সারাদেশ বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানায় প্রতিবাদ

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরওয়ানা জারির প্রতিবাদে গতকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগর বিএনপিসাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র এই চট্টলাবাসী রুখে দিতে প্রস্তুত আছে। নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে মাইনাস টু ফরমুলা বাস্তবায়ন করতে চেষ্টা করেছিলেন। কিন্তু মঈন ফকরুদ্দীনগণের সাথে কোন আপোষ করেননি। তিনি দেশ ও দেশের মানুষের গণতন্ত্র রক্ষার সংগ্রামে অতীতে যেমন কারো সাথে আপোষ করেননি। এই অবৈধ সরকারের সাথেও কোন আপোষ করবেন না।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ দিবসের কর্মসূচি হিসেবে গতকাল (সোমবার) বিকেলে নগর বিএনপির এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদিকা বেগম রোজি কবির। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, আবুল হাশেম বক্কর, শেখ নুরুল্লাহ বাহার, এস এম সাইফুল আলম, মোঃ আলী, হারুন জামান, শাহ্ আলম, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম, আর ইউ চৌধুরী শাহীন, ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, সভুক্তগীন ছিদ্দিকী মক্কি, জি এম আইয়ুব খান, মাঈমুল ইসলাম হুমায়ূন, জাহাঙ্গীর আলম দুলাল প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
রাজশাহী ব্যুরো জানায়, গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে গতকাল সকালে নগরীর ভুবনমোহন পার্কে বিক্ষোভপূর্ব সমাবেশে মহাগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বক্তব্যদানকালে একথা বলেন। সকাল থেকে খ- খ- মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ভুবনমোহন পার্কে জড়ো হতে থাকে। পার্কের বাইরে অবস্থান নেয় পুলিশ। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড.শফিকুল হক মিলন, সাইদুর রহমান পিন্টু, মো: শওকত আলী, মনিরুজ্জামান শরীফ, রবিউল আলম মিলু, নাজমুল হক ডিকেন, যুবদল কেন্দ্রীয় নেতা ওয়ালিউল হক রানা, স্বেচ্ছাসেবক দলের মোজাদ্দেজামানী সুমন, ছাত্রদল নেতা মাহফিজুর রহমান রিটন, আবুল কালাম আজাদ সুইট, মহিলা দলনেত্রী এ্যাড. রওশন আরা পপি, কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, সামসুন্নাহার, নাসিরা খানম প্রমুখ।
খুলনা বিএনপির হুঁশিয়ারী
খুলনা ব্যুরো জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করলে তার পরিণাম হবে ভয়াবহ। গণতান্ত্রিক আন্দোলনে নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জনগণ মেনে নেবে না। তাকে গ্রেফতার করলে সরকারের পতন ত্বরান্বিত হবে বলে উল্লেখ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। গতকাল বিকালে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রেীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা উল্লেখিত বক্তব্য রাখেন।
সরকারের পদত্যাগ দাবি করে সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবী জানান বিএনপি নেতারা। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার ও কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান। সমাবেশে বক্তৃতা করেন কাজী সেকেন্দার আলী ডালিম, এ্যাড. গাজী আব্দুল বারী, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম মেঝভাই, রেহানা ঈসা, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, শেখ আমজাদ হোসেন, আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, শেখ হাফিজুর রহমান হাফিজ, আসাদুজ্জামান মুরাদ, আবু হোসেন বাবু, এসএম আরিফুর রহমান মিঠু, মোল্লা খায়রুল ইসলাম, শফিকুল আলম তুহিন, মেহেদী হাসান দিপু, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, মজিবর রহমান, আজিজা খানম এলিজা, সেখ কামরান হাসান ও এসএম কামাল হোসেন প্রমুখ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে জেলা বিএনপির নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে খ- খ- মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হতে থাকে। উদ্যান থেকে একটি মিছিল বের হয়ে কিছু দূর আসলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়।
পরে জেলা বিএনপিসাধারণ সম্পাদক নেতৃবৃন্দদের শান্ত করে পুনরাই মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশ করে। সমাবেশে সমপনী বক্তব্য রাখেন, জেলা বিএনপিসাধারণ সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফা। সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপিসাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, যুগ্ম সম্পাদক বজলুর রহমান পাঠান, অর্থ সম্পাদক এসএম মুসা, দপ্তর সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হক, জেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান মশু, যুগ্ম আহবায়ক মোস্তফা মাসুদ, মনি চেয়ারম্যান, মুখলেছুর রহমান খসরু, যুবদলের রফিকুল ইসলাম রফিক, খালিদ সাইফুল্লাহ মুন্না, সৈয়দ আজহারুল ইসলাম কমল, সানাউল্লাহ ও ফারদিন চৌধুরী রিমি প্রমুখ।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টার দিকে গাজীপুর জেলা বিএনপি উদ্যোগে জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি জোড়পুকুরপাড় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাজী আজিম উদ্দিন কলেজ রোডে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, জেলা বিএনপিসাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা আহমদ আলী রুশদী। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হুমায়ুন কবীর মাষ্টার, গাজীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ড. শহীদুজ্জামান, টঙ্গী থানা বিএনপিসাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, বিএনপি নেতা আব্দুল মোতালেব, অ্যাড. মঞ্জুর মোর্শেদ প্রিন্স, জয়নাল আবেদীন তালুকদার, বশির আহমেদ বাচ্চু, নাহীন আহমেদ মমতাজী, হুমায়ুন কবীর রাজু, সেলিম রানা, ছাত্রদল নেতা জিএস জিয়াউল হাসান স্বপন, জিএস নাসিমুল ইসলাম মনির, নূরে আলম প্রমুখ।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জ জেলা ও নগর বিএনপি (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে চাষাড়ার আর্মি মার্কেট চত্বরে এসে এক সক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপিসাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন, সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপির নেতা অ্যাড. শাখাওয়াত হোসেন, বিএনপি নেতা নাসির হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেক হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক শিপন খন্দকার, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আনোয়ার প্রধান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমন।
যশোর ব্যুরো : সোমবার যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। দুপুরে শহরের লালদীঘীপাড়ে বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুন্নবী ও নগর বিএনপিসাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গতকাল সুনামগঞ্জ জেলা বিএনপি এক বিক্ষোভ মিছিল বের করে। রোববার সকাল সাড়ে ১০টায় নতুন আদালত ভবনের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে স্থানীয় ট্রিিফক পয়েন্টে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীন, এডভোকেট মাসুক আলম ও এডভোকেট আব্দুল হক প্রমুখ।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, জেলা ও পৌর বিএনপির উদ্যোগে (গতকাল) সোমবার বিকেলে পুরান বাজার মেলর্বোন প্লাজার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিইেনপর সাধারন সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামিনুর হোসেন মিঠু পৌর বিএনপির সভাপতি এডভোকেট শরীফ সাইফুর কবীর, ছাত্রদল সভাপতি মোফাজ্জেল হোসেন মফা সহঅন্যান্য নেতৃবৃন্দ।সভা শেষে মিছির বের করার সাথেসাথে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে মিছিলে বাধা দিয়ে মিছিল পন্ড করে দেয়।
নাটোর জেলা সংবাদদাতা জানান, খালেদা জিয়ার গ্রেফতারি পরওয়ানা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সোমবার সকাল ৯টার দিকে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শহরের হাফরাস্তা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন বাজারের দিকে রওনা হলে ধাওয়া করে পুলিশ। পরে পুলিশী বাধার মুখে পন্ড হয়ে যায় মিছিল। এ সময় পুলিশ মিছিল থেকে নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাব্বিরুল ইসলাম চপলকে আটক করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জহির উদ্দিন ও বিএনপি নেতা নাসিম খান। এর আগের রাতভর পুলিশ নাটোরের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের বাড়িতে বাড়িতে হানা দেয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন