রূপান্তরকামী কিংবা ট্রান্সজেন্ডারদের এগিয়ে নিতে পাকিস্তানে তৈরি করা হয়েছে বিশেষ স্কুল। তারা যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন এজন্য দেশটিতে প্রথম এই বিশেষ স্কুলটি তৈরি করা হল। স্কুলের ক্লাসও শুরু হয়েছে। ইতিমধ্যেই ৩০ জন রূপান্তরকামী শিক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে ওই স্কুলের রেজিস্ট্রেশন খাতায়। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন নিউজ গত মঙ্গলবার এই খবর দিয়েছে। দ্য জেন্ডার গার্ডিয়ান স্কুলের উদ্বোধন করা হয় গত রোববার। উদ্বোধন করেন এক্সপ্লোরিং ফিউচার ফাউন্ডেশন (ইএফএফ) স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা। সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, যে সমস্ত রূপান্তরকামী শিক্ষার্থী এই স্কুলে পড়ার জন্য নাম লিখিয়েছেন তাদের প্রাথমিকভাবে স্কিল বেসড ট্রেনিং দেওয়া হবে। যদিও বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হওয়ারই স্বপ্ন দেখে তারা। তারা কসমেটিক্স, ফ্যাশন ডিজাইনিং, এমব্রোডায়েরি শিখতে চায়। এছাড়াও গ্রাফিক ডিজাইন শেখার প্রতিও বেশ উৎসাহ রয়েছে তাদের। ডন নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন