বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘মশাল’ নিতে বাদল-ইনুকে ডেকেছে ইসি

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সম্মেলনের পরে পাল্টাপাল্টি কমিটি গঠন করে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ায় মূল জাসদ চিহ্নিত করতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মঈন উদ্দিন খান বাদলকে শুনানিতে উপস্থিত থাকার জন্য চিঠি দিয়েছে ইসি। আগামীকাল বুধবার জাসদের দুই পক্ষকে নির্বাচন কমিশনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এদিন ইসির সাথে শুনানী শেষে ইসি সিদ্ধান্ত দেবেন জাসদের প্রতীক মশাল পাবে কোন অংশ।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশন সভায় দলটির প্রতি এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ৬ এপ্রিল সকাল ১১টায় হাসানুল হক ইনু ও শিরীন আখতারের এবং বিকেল ৩টায় মইনউদ্দিন খান বাদল ও নাজমুল হক প্রধানের বক্তব্য গ্রহণ করবে ইসি।
ইসির যুগ্ম সচিব জেসমীন টুলী এ তথ্য নিশ্চিত করে বলেন, জাসদের বিদ্যমান জটিলতা নিরসনের জন্য শুনানির সিদ্ধান্ত হয়েছে। ৬ এপ্রিল দু’পক্ষকে ডাকা হয়েছে।
তিনি জানান, তৃতীয় ধাপে জাসদের দু›পক্ষের মনোনয়নে যারা প্রার্থী হয়েছেন তাদের বিষয়টি শুনানির পরে নিষ্পত্তি হবে। কমিটি নিয়ে ইসির সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আটকে যেতে পারে জাসদের তৃতীয় ধাপের মনোনীতদের মনোনয়নপত্র।
প্রসঙ্গত: গত ১২ মার্চ জাসদের জাতীয় সম্মেলনকে ঘিরে দু’ভাগ হয়ে যায় দলটি। তার পর থেকেই চলমান ইউপি নির্বাচনের মনোনয়ন নিয়ে দলের ভেতর জটিলতা দেখা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন