শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

কুয়ালালামপুরে ফিলিস্তিনি শিক্ষাবিদ খুন : সন্দেহে মোসাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফিলিস্তিনি এক
শিক্ষাবিদকে গুলি চালিয়ে হত্যা করে দুই দুর্বৃত্ত। স্থানীয় পুলিশ বলছে,
ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় ঘাতকরা তাকে
হত্যা করে। ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি ফাদি আল-বাতশ নামের ফিলিস্তিনি
শিক্ষাবিদ ইসলামপন্থী সংগঠন হামাসের সদস্য। গতকাল শনিবার রাজধানীর
কুয়ালালামপুরের কাছের আবাসিক এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে
ঘটনাস্থলেই মারা যান তিনি। আল-বাতশ’র পিতা কাতারভিত্তিক সংবাদমাধ্যম
আল-জাজিরাকে অভিযোগ করে বলেন যে, তার ছেলে হত্যার ইসরায়েলি
গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। যত শিগগিরই সম্ভব এ গুপ্তহত্যার সঙ্গে
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত করতে মালয়েশীয় কর্তৃপক্ষের প্রতি
আহ্বান জানান তিনি। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক দল হামাসের
মুখপাত্র হাজেম কাশেম নিশ্চিত করেছেন যে, আল-বাতশ সংগঠনটির সদস্য
ছিলেন। টুইটারে দেয়া এক বিবৃতিতে হামাস আল-বাতশকে ‘ফিলিস্তিনি তরুণ
শিক্ষাবিদ’ হিসেবে অভিহিত করেছে। গাজা উপত্যকার জাবালিয়া এলাকার
বাসিন্দা ছিলেন তিনি। আল-বাতশকে শহীদ হিসেবে উল্লেখ করে হামাস
বলছে, তিনি ছিলেন একজন বিজ্ঞানী; যিনি বিদ্যুৎ খাতে ব্যাপক অবদান
রেখেছেন। সূত্র : আলজাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন