চট্টগ্রাম ব্যুরো : বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী যে জনমত সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে জোরদার আন্দোলনের মাধ্যমে ভোটার বিহীন নির্বাচনের নীল নকশা প্রতিহত করতে হবে। খালেদা জিয়াকে জেলে রেখে একতরফা নির্বাচনের যে চক্রান্ত চলছে তীব্র গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করতে হবে। গতকাল (রোববার) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ৩নং মিলনায়তনে জেলা আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে এই আইনজীবী সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, বিচার বিভাগ সংবিধানের রক্ষক। জনগণের অধিকার সংরক্ষণে স্বাধীন বিচার বিভাগের কোন বিকল্প নেই। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে রাজনৈতিক নিপীড়ন, গুম খুনসহ সকল অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। আওয়ামী লীগ সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন করে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে আদালতের স্বাধীনতা খর্ব করেছে। প্রবীন আইনজীবী ও ঐক্য পরিষদ নেতা মকবুল কাদের চৌধুরী সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের সাবেক সদস্য প্রবীণ আইনজীবী কবির চৌধুরী, বার কাউন্সিল নির্বাচনে সদস্য পদ প্রার্থী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী। জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জহুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী নেতা আব্দুস সাত্তার, এস ইউ এম নুরুল ইসলাম, কাজী সাইফুদ্দীন আহমদ, এনামুল হক চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, আব্দুস সাত্তার সরওয়ার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন