শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পাঠানকোট হামলা ভারতের সাজানো ঘটনা : জেআইটি

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের যৌথ তদন্ত দল (জেআইটি) ধারণা করছে, পাঠানকোট হামলার ঘটনা ভারত সাজিয়েছে। এ তদন্ত দল পাঠানকোটের ভারতীয় বিমান ঘাঁটি গত মাসের ২৯ তারিখ পরিদর্শন করেছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ’র কর্মকর্তারা জানুয়ারির ২ তারিখে চালানো হামলার বিষয়ে পাক তদন্ত দলকে অবহিত করেছে। কোন পথে সন্ত্রাসীরা বিমানঘাঁটিতে ঢুকেছে তাও পাক তদন্ত দলকে দেখানো হয়েছে। কিন্তু দেশটির ইংরেজি দৈনিক পাকিস্তান টুডে’তে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, এনআইএ’র তথ্য প্রমাণে সন্তুষ্ট হয়নি পাকিস্তানি তদন্ত দল। দলের এক সদস্যের বরাত দিয়ে পাকিস্তান টুডে জানিয়েছে, ইসলামাবাদের বিরুদ্ধে মারাত্মক অপপ্রচার চালানোর হাতিয়ার হিসেবে পাঠানকোট হামলাকে ব্যবহার করেছে নয়াদিল্লি। পাকিস্তান এ হামলায় জড়িত এমন কোন অকাট্য যুক্তি প্রমাণ না থাকা সত্ত্বেও ভারত এমন পদক্ষেপ নিয়েছে বলে খবরে দাবি করা হয়েছে। এছাড়া জেআইটি’র ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে পাক তদন্ত দলের চূড়ান্ত প্রতিবেদনের বক্তব্যও খবরে তুলে দেয়ার দাবি করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, পাঠানকোট হামলার বিষয় আগাম তথ্য ভারতের কাছে ছিল। খবরে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এ প্রতিবেদন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে পেশ করা হবে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন