স্টাফ রিপোর্টার : চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৮দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ধারাবাহিক এসব কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে মানববন্ধন করবে দলটি। রাজধানীতে কেন্দ্রীয়ভাবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন দলের নেতাকর্মীরা। এর আগে গত ২২ এপ্রিল খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচির মধ্যে ইতোমধ্যে গত ২২ এপ্রিল রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন দলটি। পরের দিন গত ২৩ এপ্রিল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জের প্রেক্ষিতে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজকের কর্মসূচি ছাড়াও আগামী ২৬ এপ্রিল ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল সারাদেশে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে বাদ জুম’আ দোয়া অনুষ্ঠিত হবে। ২৮ এপ্রিল যুবদলের উদ্যোগে এবং ২৯ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে দলটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন