কর্পোরেট রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে মার্চ মাসেও সরকারের রাজস্ব আদায় কমেছে। মার্চ মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৩৭২ টাকা। যা গত ফেব্রæয়ারি মাসের তুলনায় প্রায় ১৮.৭৩ শতাংশ কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ফেব্রæয়ারি মাসে ডিএসই থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১২ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ১১৬ টাকা। মার্চ মাসে রাজস্ব ২ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার ৭৪৪ টাকা কমে আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৩৭২ টাকা। এর মধ্যে মার্চে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ৬৭৫ টাকা। ফেব্রæয়ারিতে এর পরিমাণ ছিল ৮ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৪৬৮ টাকা। অর্থাৎ মার্চে সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায় কমেছে ৬৪ লাখ ৪৮ হাজার ৭৯৩ টাকা। একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় কমেছে। ফেব্রæয়ারিতে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ৩ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার টাকার রাজস্ব আদায় করেছিল ডিএসই। তবে মার্চে এর পরিমাণ ১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা কমে ২ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন