শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ড্রাগনের দেশে ‘ভারতীয় সংস্কৃতি’ তুলে ধরলেন মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

একান্ত ঘরোয়া পরিবেশেই চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি। নির্দিষ্ট কোনও আলোচ্যসূচি না থাকায় এদিন হয়নি কোনও প্রথাগত আলাপ-আলোচনা। গতকাল শুক্রবার চীনা সংস্কৃতির ছন্দে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান শি জিনপিং।
দু’দিনের চীন সফরে প্রথম দিনে উহানের জাদুঘর ঘুরে দেখেন ভারতের প্রধানমন্ত্রী। হুবেই প্রদেশের ইতিহাস এবং সংস্কৃতির নিদর্শন রয়েছে এই জাদুঘরে। মাও জে দংয়ের স্মৃতিবিজড়িত শহরে একটি হ্রদে শি জিনপিংয়ের সঙ্গে নৌকাবিহারও করেন তিনি। নরেন্দ্র মোদী জানান, দুই দেশের সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। সংস্কৃতির দিক থেকেও রয়েছে অনেক মিল।
মোদি-জিনপিংয়ের এই সাক্ষাৎ যতই ‘ঘরোয়া’ বলে দাবি করা হোক না কেন, কূটনীতিকরা জানাচ্ছেন, সীমান্ত সমস্যা, বাণিজ্যিক সম্পর্ক উন্নতি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। ভারতের সামনেই সাধারণ নির্বাচন। এই নির্বাচন প্রাক্কালে নতুন করে ডোকলাম ইস্যুর মতো সীমান্ত সমস্যা চাইছে না সাউথ বøক। মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি আমদানি শুল্কের কবলে বড়সড় ক্ষতির মুখে চীন। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চাঙ্গা করে লোকসানের বহর কিছুটা কমাতে পারে তারা। এমনটাই করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। শুক্রবারের বৈঠকে এই দুই ইস্যু মোদি সুকৌশলে কাজে লাগাতে পারেন বলে মত কূটনৈতিক শিবিরের একাংশ।
সূত্র : জি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন