ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস পুনরায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহয় প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিলের (পিএনসি) চারদিনের বৈঠক শেষে শুক্রবার আব্বাসের নেতৃত্বে নতুন একটি নির্বাহী কমিটি বেছে নেওয়া হয়েছে। পিএলও’র সবচেয়ে ক্ষমতাধর এই পর্ষদের মোট সদস্য ১৫ জন। এবারের কমিটিতে নতুন মুখ নয়টি। কমিটিতে নতুনদের একজন আজম আল-আহমদ বলেন, “পিএলও’র নির্বাহী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ভাই আবু মাজেনকে (আব্বাস) কমিটির প্রধান নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছেন।” পিএলও’র নির্বাহী কমিটিই ফিলিস্তিনিদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি। ফিলিস্তিনের বিভিন্ন সমস্যা নিয়ে আন্তর্জাতিক মহলে এবং ইসরাইলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেয় পিএলও। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন