শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হৃদয়ে মাটি ও মানুষের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জনপ্রিয় কৃষিভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং এর পথিকৃত শাইখ সিরাজকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল টেকসই কৃষি উন্নয়ন, উন্নয়ন সাংবাদিকতা, উন্মুক্ত আলোচনা এবং জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য শাইখ সিরাজকে সম্মাননা প্রদান। প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান প্রফেসর মফিজুর রহমান এবং মূখ্য আলোচক ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. সাখাওয়াত আলী খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান। বিভিন্ন অনুষদের ডিনসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী এবং উর্ধ্বতন কর্র্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন