শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জামিনের প্রত্যাশা করছেন বিএনপি আইনজীবীরা

খালেদা জিয়ার জামিন শুনানি আজকের কার্যতালিকায়

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সংক্রান্ত মামলা শুনানি আপিল বিভাগের আজকের (মঙ্গলবার) কার্যতালিকায় এসেছে। সুপ্রিম কোর্ট প্রকাশিত কার্যতালিকায় দেখা যায়, বিষয়টি শুনানির ৯ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে খালেদা জিয়া উচ্ আদালতে মুক্তির আদেশ পাবেন বলে প্রত্যাশা করনে খালেদা জিয়ার আইনজীবীরা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আশা প্রকাশ করেন।
এর আগে গত ১৯ মার্চ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। দুই সপ্তাহের মধ্যে সরকার, দুদক ও আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। খালেদার জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করে এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। খালেদা জিয়ার জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে আইনজীবীরা জানান, মঙ্গলবার খালেদার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানি শুরু হবে।
গত ১৫ মার্চ খালেদা জিয়াকে হাইকোর্টর দেয়া জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত ১৪ মার্চ খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া চার মাসের জামিন গত রোববার পর্যন্ত স্থগিত করে লিভ টু আপিল দায়েরের জন্য দুদক ও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন আপিল বিভাগ। এর আগে জিয়া অরফানেজ ট্র্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের একটি বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
মুক্তির আদেশ পাবেন বিএনপি আইনজীবীরা:
খালেদা জিয়া আপিল বিভাগ থেকে মুক্তির আদেশ পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সোমবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আশা প্রকাশ করেন। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখা। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। মওদুদ বলেন, এই মামলার সমস্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি আগামীকাল খালেদা জিয়া মুক্তির আদেশ পাবেন।
গাজীপুরে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা দেখে সরকার পিছুটান দিয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আগামী নির্বাচনে সারা বাংলাদেশে সেই গণজোয়ার সৃষ্টি হবে। তাতে আওয়ামী ও তাদের প্রার্থীরা মাঠে দাঁড়িয়ে থাকতে পারবে না। এসময় বিএনপির বিজয় সুনিশ্চিত বলেও তিনি উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় জেলে গিয়েছেন। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ছেন। ওইদিন আপিল বিভাগ যদি তাকে জামিন দিতেন তাহলে তিনি আজ অসুস্থ হতেন না বলেও মনে করেন আইনজীবীদের এ নেতা। বিচারকদের সাহসের সঙ্গে বিচার কাজ পরিচালনার আহŸান জানিয়ে তিনি বলেন, আগামীকাল খালেদা জিয়াকে জামিন দিয়ে প্রমাণ করে দেবেন আদালত স্বাধীন। না হলে আমরা বুঝবো সিনহা বাবুকে সরকার যেভাবে বিদায় করেছে আপনারা তাতে ভীত। সরকারের ইচ্ছা অনুযায়ী রায় না দেওয়ায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে অপমান করে ক্যানসারের রোগী বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, রক্তের বিনিময়ে বাংলাদেশের সৃষ্টি, সংবিধানের সৃষ্টি। এ কারণে সংবিধানের সমন্বয় করতে হবে। স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনে জনগণ আবার রক্ত দেবে। এজন্য কোনো বিচারপতিকেও ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন