শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আশুগঞ্জে ১৭শ’ টন স্টিল জাতীয় পণ্য নিয়ে ভারতীয় নৌ-জাহাজ মহাদেব

ভারত-বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম


মোঃ হুমায়ুন কবির আশুগঞ্জ (ব্রাক্ষণবাড়িয়া) থেকে : ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ১৭শ’ ৩১ মেট্রিক টন স্টিল জাতীয় পণ্য বোঝাই এমভি মহাদেব নামে একটি ভারতীয় জাহাজ গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর এলাকায় এসে পৌঁছেছে। তবে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ এখনো শুরু হয়নি। আগামী শনিবার খালাস হয়ে রোববার ভারতের আগরতলা ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
জানা যায়, এমভি মহাদেব নামে একটি ভারতীয় জাহাজ আগরতলা ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ১৭শ’ ৩১ মেট্রিক টন স্টিল জাতীয় পণ্য নিয়ে গত ৩০ এপ্রিল কলকাতার খিদিরপুর নৌবন্দর থেকে মালামাল লোড করে রওয়ানা দেয়। দীর্ঘ ৭ দিন পর ৪শ’ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে গতকাল সোমবার সকালে আশুগঞ্জের নৌবন্দর এসে পৌঁছে। এই ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে মালামাল যাবে আগরতলায় পালাটন বিদ্যুৎকেন্দ্রে। এছাড়াও সকল প্রকার মাসুল দিয়েই পণ্য নেয়া হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ১৯৭২ সালের ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় বিভিন্ন সময়ে বাংলাদেশের ভূখÐ ব্যবহার করে মালামাল নিচ্ছে ভারত। এরই ধারাবাহিকতায় এই চুক্তির আওতায় আবারো ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭শ’ ৩১ মেট্রিক টন ভারতীয় স্টিল জাতীয় পণ্য নিয়ে কলকাতার হিতিরপুর নৌবন্দর থেকে এমভি মহাদেব নামে জাহাজটি ৩০ এপ্রিল রওয়ানা করে। দীর্ঘ ৭ দিন পর ৪‘শ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে গতকাল সোমবার সকালে আশুগঞ্জের নৌবন্দর এসে পৌঁছে। তবে সকল আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা জনিত কারণে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে আনা হয়নি এবং নদীর মধ্যে অবস্থান করছে।
এদিকে এই মালামাল বন্দরে আসার পর সকল প্রকার মাসুল দিয়েই আগামী ১৩মে সকাল থেকে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় এই মালামাল সড়ক পথে আশুগঞ্জ নৌবন্দর হয়ে আখাউড়া বন্দর ব্যবহার করে আগরতলায় পণ্য পরিবহন শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ।
লোডিংএর দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্টসি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান জানান, কলকাতার খিতিরপুর নৌ-বন্দর থেকে জাহাজটিতে ৩০এপ্রিল ভারতীয় কলকাতার পালাটন বিদ্যুৎ কেন্দ্রের মালামাল স্টিল জাতীয় পণ্য লোড করা হয়। প্রায় ৭ দিন পর জাহাজটি গতকাল সোমবার আশুগঞ্জ নৌবন্দর এসে পৌঁছে। কাষ্টমসসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশী ট্রাক ব্যবহার করে পাইপ গুলি আখাউড়া বন্দর হয়ে আগরতলা যাবে।
বিআইডবিøউটি এ কর্মকর্তা মোঃ শাহআলম জানান, কাষ্টমস কর্তৃপক্ষের সকল প্রকার চার্জ দিয়েই আগামী শনিবার অথবা রোববার সকাল থেকে পণ্য পরিবহন শুরু হবে। এসময় দু’দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাহাজটির সিল ঘালা উন্মূক্ত করবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন