শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জনগণের ওপর আস্থা না থাকায় বিদেশি পর্যবেক্ষক চায় বিএনপি : খালেক

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : দেশের জনগণের ওপর আস্থা রাখতে না পেরে বিএনপি বিদেশি পর্যবেক্ষক চাইছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে, এজন্য সাধারণ মানুষের ওপর তাদের আস্থা নেই।
বিদেশি পর্যবেক্ষক দাবি করে বিএনপি আবারও সিটি নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।’ গতকাল শুক্রবার সকালে তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও একাধিক পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। জেলা যুবলীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তালুকদার আব্দুল খালেক বলেন, ‘খুলনা সিটিতে দীর্ঘদিন বিএনপির মেয়র থেকেও নগরীর উন্নয়ন করতে পারেনি। জনগণ এবারের নির্বাচনে বিএনপির চলমান মিথ্যাচার, অপকৌশল ও দুর্নীতির জবাব দেবে। খুলনার সার্বিক পরিস্থিতি বুঝতে পেরে বিএনপি নিত্য-নতুন বিভ্রান্তি সৃষ্টি করছে।’ তারা যেকোনও মূল্যে সিটি নির্বাচনকে বিতর্কিত করতে চায় বলে জানান মেয়র প্রার্থী খালেক।
গতকাল সকাল সাড়ে ৮টায় তিনি খলিল চেম্বার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপর তিনি গোবরচাকা, তেঁতুল তলা, স্টাফ কোয়ার্টার, পল্লী মঙ্গল, পৈপাড়া, বিসমিল্লাহ মহল্লা, বি কে রায় রোড সংলগ্ন এলাকায় ভোটারদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। এসময় শত শত লোক মেয়র প্রার্থী তালুকদার খালেকের গণসংযোগে অংশ নেন। বিকালে তিনি ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।
এছাড়া মেয়র নির্বাচিত হলে খুলনা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করবেন বলে অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করবো। এতে এটি একটি সত্যিকারের সেবামূলক প্রতিষ্ঠান হয়ে উঠবে। নগরীর উন্নয়নে দলমত নির্বিশেষে সমাজের অভিজ্ঞ ও বিশিষ্টজনদের পরামর্শ নেবো। নগর উন্নয়ন কাজের মান বজায় রাখতে আমি নিজে সরেজমিনে উপস্থিত থাকবো।’
তিনি বলেছেন, ‘আমি নির্বাচিত হলে বিশেষ প্রকল্প হাতে নিয়ে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গতকাল বিভিন্ন এলাকায় গণসংযোগ করার সময় তালুকদার আব্দুল খালেক এই অঙ্গীকার করেন।
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বাধীন সরকার কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আগের যেকোনো সময়ের চেয়ে নারীরা এখন কর্মক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধা ভোগ করছেন। নানা পেশায় কাজ করে তারা নিজেদের আর্থিক অবস্থা পাল্টাচ্ছেন। আমি নির্বাচিত হলে তাদের জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহŸান জানিয়েছেন। তিনি বলেন, খুলনা সিটি করপোরেশনের বয়স ২৮ বছর পার হলেও এখনো নগরবাসী অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নগরীতে জলাবদ্ধতা, মশার উৎপাত, যেখানে সেখানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহŸান জানান তিনি।
তালুকদার আব্দুল খালেক বলেন, তাকে মেয়র নির্বাচিত করার পর মাত্র পাঁচ বছরে দৃশ্যমান অসংখ্য উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণে বেশ সাফল্য অর্জিত হয়। তার দায়িত্বকালে নেওয়া প্রকল্পের মধ্যে স্বল্প মেযাদী প্রকল্পের কাজ শেষ হয়েছিল। মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্পের কাজ চলছিল। পাঁচ বছরে খুলনা মহানগরীকে পরিকল্পিত ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। উন্নয়নের স্বার্থে ও নাগরিক সেবা নিশ্চিত করতে দল-মতের ঊর্ধ্বে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান তিনি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ১২ মে, ২০১৮, ৯:৪৪ এএম says : 0
Asta ase jonogoner opor asta nai nirbachon commissioner opor.karon nirbachon commission shorkarer tolpi bahok.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন