শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরে বিএনপির বিক্ষোভ

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল (সোমবার) ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি থানায় থানায় বিক্ষোভ মিছিল করে। ঢাকা মহানগর দক্ষিণে ওয়ারি থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল টিকাটুলী ওভার ব্রীজ থেকে শুরু হয়ে অভিসার সিনেমা হলের সামনে দিয়ে ব্রাদার্স ক্লাবে গিয়ে শেষ হয়। শাহবাগ থানা বিএনপির বিক্ষোভ মিছিল শাহবাগ থানা যুগ্ম আহবায়ক এবং ২০ নং ওয়ার্ডের আহবায়ক জাহিদ হোসেন নয়াবের নেতৃত্বে পল্টন মোড় থেকে শুরু করে বিজয় নগর হয়ে নাইটিঙ্গেল হোটেলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সবাবেশের মাধ্যমে মিছিটি শেষ হয়। মতিঝিল থানার মিছিল হাসিবুর রহমান মান্নু নেতৃত্বে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে কমলাপুর কালভাটের সামনে গিয়ে শেষ হয়। যাত্রাবড়ীতে পঞ্চায়েত কমিটি বাজার হতে দয়াগঞ্জ মোড় ইবনে সিনা ডায়গনষ্টিক সেন্টারে যাওয়ার আগেই পুলিশী আক্রমনে মিছিলটি ছত্রবঙ্গ হয়ে যায়। সূত্রাপুর থানার মিছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আঃ সাত্তার এর নেতৃত্বে রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে ধোলাইখাল রোডে গিয়ে শেষ হয়। গেন্ডারিয়া থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল টিকাটুলি ট্রাক স্টান্ড থেকে শুরু হয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়। মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক খতিুবুর রহমান খোকনের নেতৃত্বে চকবাজার থানা বিএনপির মিছিল চকবাজার বড়কাটরা সমজিদের সামনে থেকে শুরু হয়ে চকবাজারে গিয়ে শেষ হয়। কামরাঙ্গীরচর বিএনপির নেতা হাজী মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে রনি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বেড়ীবাধ প্রধান সড়ক পর্যন্ত একটি মিছিল করে। কদমতলী থানা বিএনপির সভাপতি হাজী মীর হোসেন মীরু নেতৃত্বে মুরাদপুর মাদ্রাস রের্ডি থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোলাইপাড় পর্যন্ত মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে কলাবাগান থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল সোনারগাঁ পার্ক ফোয়ারা হয়ে হতে শুরু হয়ে পান্থপথ বট তলা গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বংশাল থানা বিএনপি ফুলবাড়িয়া বাসস্টান্ড থেকে বংশাল বিএনপি কার্যালয় পর্যন্ত বিক্ষোভ করে। এছাড়াও ডেমরা, শ্যামপুর, লালবাগ, কোতয়ালী, রমনা, নিউমার্কেট, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, পল্টন, শাজাহানপুর, হাজারীবাগ, ধানমন্ডি থানা বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
একই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি থানায় থানায় বিক্ষোভ মিছিল করে। বাড্ডা থানার একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এ.জি.এম সামসুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। পল্লবী থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ১১নং স্কুলের সামনে থেকে শুরু করতে গেলে পুলিশ প্যাপক লাঠিপেটা করলে মিছিলটি পন্ড হয়ে যায়। মিছিল থেকে পুলিশ বিএনপি নেতা সিডেন, পল্লবী থানা ৩নং ওয়ার্ডের বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার হোসেন সহ ৫ জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং ৭-৮ জন নেতাকর্মী আহত হয়। বনানী থানার একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জুর নেতৃত্বে মহাখালী গাউছুল আজম মসজিদ প্রাঙ্গন হইতে ওয়ারলেছ গেইট বৈশাখী টেলিভিশন পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভাটারা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ আতাউর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিরপুর থানা বিএনপির একটি বিক্ষোভ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শামীম পারভেজ এর নেতৃত্বে কল্যানপুর বাসষ্ট্যান্ড থেকে ইবনে সিনা পর্যন্ত গিয়ে শেষ হয়। শাহআলী থানা বিএনপির একটি যৌথ মিছিল রায়েনখোলা চিড়িয়াখানা রোডে অনুষ্ঠিত হয়। ভাষানটেক থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল মিরপুর ১৪নং রোডে অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুর থানা বিএনপি আসাদগেট থেকে টাউন হল এলাকায় বিক্ষোভ করে।
নাটোর জেলা সংবাদদাতা জানান, সকালে দলের আলাইপুরের কার্যালয় থেকে সদর উপজেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে সদর উপজেলা বিএনপি। এসময় বেগম জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তির দাবী জানান বিএনপির নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সভাপতি সদর উপজেলা বিএনপি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সদর উপজেলা বিএনপি হাসান আলী,সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
তাছাড়াও নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলাতেও উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদারের নেতৃতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে । আবার সিংড়ায় সকাল ১১ টায় পৌর বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ফটিক ও পৌর বিএনপিসাধারণ সম্পাদক তাইজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয় পুলিশের বাঁধায় বিএনপির একাংশের বিক্ষোভ পন্ড ।
ল²ীপুর সংবাদদাতা জানান, সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। সকাল ১১টায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল খায়ের ভূইঁয়ার সভাপতিতে এই কর্মসুচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম উদ্দিন ভূইঁয়া, যুবদল নেতা রশিদুল হাসান লিংকন, আবদুল আলিম হুমায়ন. জেলা ছাত্রদলের সহ সভাপতি ফয়েজ আহম্মদ প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপি-যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা সংবাদদাতা জানান, গতকাল সোমবার মেহেরপুর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর আলোকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা জানান, গতকাল সোমবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের নেতৃত্বে থানা চারমাথা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দক্ষিণ বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন