শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় দেবর-ভাবীকে কোপালো সন্ত্রাসীরা

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধের জের ধরে নীলকান্ত দাস (৩৫) ও ভগবতী দাস (৩৫) নামে দেবর-ভাবিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্বপাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নীলকান্ত পূর্বপাইকপাড়া এলাকার মৃত গোপাল দাসের ছেলে ও ভগবতী জয়ন্ত দাসের স্ত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নীলকান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ভগবতীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ভগবতী দাস জানান, গত দেড় বছর ধরে একই মহল্লার বান্নীঘাট এলাকায় তিতাস নদী সংলগ্ন একটি জমি নিয়ে একই এলাকার প্রভাবশালী গৌর সাহার সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এরই জের ধরে সকাল সাড়ে ১১টার দিকে গৌর সাহা নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা নীলকান্তকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর সময় ভাবী ভগবতী দাস তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা  উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. একেএম হাবিবুল্লাহ জানান, ধারালো অস্ত্রের আঘাতে নীলকান্তের হাতের রগ কেটে যাওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জানান, ঘটনাটি শুনেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন