বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

যৌথভাবে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে কোরিয়ার প্রতি প্রস্তাব পাকিস্তানের

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের কেন্দ্রীয় প্রতিরক্ষাউৎপাদনমন্ত্রী ব্যারিস্টার উসমান ইব্রাহিম বলেছেন যে তার দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীরভাবে মূল্যায়ন করে এবং দেশটির সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে আগ্রহী। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কাওয়াক সুং-কিউ’র সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ কথা বলেন। এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং প্রতিরক্ষা উৎপাদন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। পাকিস্তান ও কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলেন, বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে কোরিয়ার সঙ্গে সহযোগিতার জন্য পাকিস্তান ইচ্ছা প্রকাশ করেছে। দু’দেশ যেন একত্রে সামনে এগিয়ে যেতে পারে সে জন্য মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর জোর দেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে, দুই দেশের মধ্যে অত্যন্ত উষ্ণ ও শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং প্রতিমুহূর্তে এই সম্পর্ক আরো জোরদার হচ্ছে। প্রতিরক্ষা ও প্রতিরক্ষা উৎপাদন শিল্পে সম্ভাবনাময় সহযোগিতার পথগুলো খুজে বের করতে বিভিন্ন পর্যায়ে সফর বিনিময়ের পররামর্শ দিয়েছেন ব্যারিস্টার ইব্রাহিম। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন