শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইরানের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিতে পারে না : রুহানি

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানসহ বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর সোমবার এ প্রতিক্রিয়া জানালেন রুহানি। হাসান রুহানি তেহরানে এক ভাষণে বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশ নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সংরক্ষণ করে। যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে কোনও কোনও ক্ষেত্রে হয়ত সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে; কিন্তু তারা বিশ্বের সব দেশের জন্য সিদ্ধান্ত নেবে এটা যুক্তি ও ন্যায়শাস্ত্র মেনে নিতে পারে না।’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রæতি লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে উল্লেখ করে রুহানি বলেন, যুক্তরাষ্ট্রে এখন যে প্রশাসন ক্ষমতায় এসেছে তারা দেশটিকে এক নিমিষে ১৫ বছর আগের অবস্থায় নিয়ে গেছে। ২০০৩ ও ২০০৪ সালে মার্কিন কর্মকর্তারা যে ভাষায় কথা বলতেন বর্তমান মার্কিন প্রশাসন সেই ভাষায় কথা বলছেন।’ রুহানি বলেন, ‘ইরানের জনগণ দেড় দশক আগে যেমন মার্কিন কর্মকর্তাদের বক্তব্য উপেক্ষা করেছে, তারা আজও তা করবে এবং নিজেদের ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে উদ্দেশ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘যে ব্যক্তি বহু বছর যুক্তরাষ্ট্রর পক্ষে গুপ্তচরবৃত্তি করেছেন তিনি এখন পররাষ্ট্রমন্ত্রীর পদে বসে ইরানের কর্তব্য নির্ধারণ করে দেবেন তা মেনে নেওয়া যায় না।’ ১২টি শর্ত বেঁধে দিয়ে সোমবার ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার পর নিজেদের অর্থনীতি বাঁচিয়ে রাখতে হিমশিম খাবে ইরান।’পার্স টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন