কমল নামের একটি ছেলের ডাগর দুটি চোখ
মায়ের আশা তার ছেলেটি অনেক বড় হোক।
বাবার মনেও অনেক আশা ছেলে হবে বড়
তাই তো তিনি বলেন কমল পড় অনেক পড়।
তাদের মতো ছেলের চোখেও স্বপ্ন করে খেলা
বড় হয়ে দেশের সেবায় কাটবে সারা বেলা।
পড়ালেখায় দেয় মনযোগ অনেক বড় হবে
স্বপ্ন যে তার জমাট বাঁধে বুকের রঙ্গিন টবে।
স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে হয়ে গেল সেনা
সেই ছেলেটি বিশ্ব মাঝে এখন সবার চেনা।
বীর সেনানী ওই ছেলেটির সাহস ছিল কি যে
স্বাধীনতার ডাক দিয়ে সে যুদ্ধে গেল নিজে।
সবাই মিলে যুদ্ধ করে স্বাধীন করলে দেশ
কমল নামের সেই ছেলেটির সাহসের নেই শেষ।
সেই ছেলেটির জন্যে এখন কাঁদে সবার মন
সেই ছেলেটি শহীদ জিয়া সবার আপনজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন