বেসামরিক-সামরিক সম্পর্ক, বিচার বিভাগের ভূমিকা, স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ সম্পর্ক কি হবে তা নির্ধারণের জন্য জাতীয় বিতর্ক আহ্বান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী। যখন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নেতৃত্বাধীন ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) সরকার তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে তখন এমন মন্তব্য করলেন আব্বাসী। অর্থমন্ত্রী ড. মিফতাহ ইসমাইলকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে আব্বাসী বলেন, যখন নির্বাহী বিভাগের কাজে বিচার বিভাগ হস্তক্ষেপ করে, সরকারি কাজে জাতীয় জবাবদিহিতামূলক ব্যুরো নাক গলায় তখন কোনো সরকারই কাজ করতে পারে না। পারফরম করতে পারে না। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন