শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১৫ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৫ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে টেলিকমিউনিকেশন খাতে। এই খাতে ৩.২৯ শতাংশ দর কমেছে। এরপরে প্রকৌশল খাতে ২.৮৫ শতাংশ দর কমেছে। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ২.৮১ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৫৩ শতাংশ, জ্বালানি বিদ্যুৎ খাতে ৫৪ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৮৩ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৫৯ শতাংশ দর কমেছে।
এছাড়া আইটি খাতে ১.৭০ শতাংশ, পাট খাতে দশমিক ১৬ শতাংশ, বিবিধ খাতে ২ দশমিক ৬১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ২৩ শতাংশ, আর্থিক খাতে ১ ১.১৫ শতাংশ ও কাগজ খাতে ২.৭২ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ২.৪৭ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৫৫ শতাংশ দর কমেছে। এদিকে দর বেড়েছে ৫ খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ৪.৭২ শতাংশ দর বেড়েছে। এছাড়া সিমেন্ট খাতে দশমিক ১৭ শতাংশ, সিরামিক খাতে ১.৩৬ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৭৬ শতাংশ ও বস্ত্র খাতে দশমিক ২২ শতাংশ দর বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন