শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদী মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল, শ্রমমন্ত্রী বরখাস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

সউদী আরবের মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। শনিবার জারিকৃত ফরমানে নিয়োগ দেয়া হয়েছে নতুন শ্রমমন্ত্রী। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা ও পরিবেশ সংরক্ষণের জন্য নতুন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান গঠন করার আদেশ দেয়া হয়েছে ওই রাজকীয় ফরমানে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, দেশটির বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে এবং তাদের মধ্যে সাংস্কৃতিক উদ্দীপনা ছড়িয়ে দিতেই নেয়া হয়েছে এই নতুন উদ্যোগ। সউদী বাদশাহর সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি মন্ত্রণালয় পেয়েছে নতুন প্রতিমন্ত্রী। এছাড়া শূরা কাউন্সিলে নিয়োগ দেয়া হয়েছে নতুন সহসভাপতি। সউদী আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ব্যবসায়ী আহমেদ বিন সুলেইমান আল রাজিকে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে ফরমানে। এর আগে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আলি বিন নাসের আল ঘাফিস। সউদীর যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির অর্থনৈতিক নীতি প্রণয়নের বিষয়টি দেখভাল করেন। বিশাল সংখ্যক তরুণের জন্য কর্মসংস্থান নিশ্চিত করাটা তার জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। সউদী আরব মনে করে, বেসরকারি খাতের ব্যবসায়ীকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তা বেকারত্ব লাঘবের বিষয়ে সহায়ক হবে। বর্তমানে সউদী আরবে বেকারত্বের হার ১২.৮ শতাংশ। শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বেকারত্বের হার ৯ শতাংশে নামিয়ে আনতে সউদী আরব ২০২২ সালের মধ্যে ১২ লাখ নতুন চাকরি তৈরি করতে চায়। সউদী আরবের একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বেসরকারি খাতের ব্যক্তিদের হাতে সউদী আরবের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
লোকমান ৩ জুন, ২০১৮, ২:১৫ এএম says : 0
আসলে কী হচ্ছে সউদী আরবে ???????????????????????
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন