শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

উত্তর প্রদেশে বজ্রঝড়ে ১৭ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রঝড়ে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। শুক্রবারের এ প্রাকৃতিক দুর্যোগে আরও অন্তত নয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। ঝড়ে গাছ উপড়ে অথবা ভেঙে পড়ে এবং ঘরবাড়ি ধসে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শনিবার প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। ঝড়ে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় মোরাদাবাদ জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে বলে খবর। পাশাপাশি সম্ভল জেলায় তিন জন, মুজাফ্ফরনগর ও মিরাটে দুই জন করে ও আমরোহায় এক জন মারা গেছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন