বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অবশেষে বর্ষার মৌসুমী বায়ু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিস্তৃত হচ্ছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

অবশেষে ‘বর্ষাকাল’ দরজায় কড়া নাড়ছে। বর্ষারোহী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুমালা ঢাকা বিভাগের পূর্ব অঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৫ দিনে মৌসুমী বায়ু দেশের অবশিষ্ট অঞ্চলসমূহের উপর অগ্রসর হতে পারে। এরফলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
এদিকে আজ (রোববার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যত্র তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, বর্তমানে পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায় ৬৫ মিলিমিটার। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৩৩.২ এবং ২৫.১ ডিগ্রি সে.।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন