শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সংসদ সচিবালয়ে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু

বাসস | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ৪:৫৭ পিএম

দশম জাতীয় সংসদের একুশতম (বাজেট) অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য আগামীকাল ৪ জুন থেকে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বিএএমইউ) সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।
সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয় প্রতি বছরের ন্যায় এবছরও এই উদ্যোগ নিয়েছে। সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যগণ এ হেল্প ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন। বাজেট বিষয়ে তথ্যবহুল, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এই বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন